বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে রিকশা ভাড়ার অনিয়ম দিন দিন বাড়ছে। যাত্রীদের অভিযোগ, অল্প দূরত্বে ১০ টাকার ভাড়া হলেও রিকশাওয়ালারা জোর করে ২০ টাকা নিচ্ছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিত্যদিনই ভোগান্তির শিকার হচ্ছেন।
সাধারণ শিক্ষার্থীরা ও মানুষরা বলেন, “আগে ১০ টাকা ভাড়া দিলেই রিকশা পাওয়া যেত। এখন চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করছে। টাকা কম দিলে তর্কে জড়ায়, এমনকি মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।”
এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। প্রতিদিন অতিরিক্ত ভাড়া গুনতে হওয়ায় তাদের পড়াশোনার খরচের ওপরও চাপ পড়ছে। বাজার ও হাসপাতালগামী সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের ভাড়া অনিয়ম চললেও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে রিকশাওয়ালারা সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে।
শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবি, অবিলম্বে নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন করে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে দ্বিগুণ ভাড়ার এ ভোগান্তি আরও বাড়বে এবং জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।