মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল ০৯:৪৫ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র এসআই মাজেদুল ইসলাম বসুনিয়া সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালীন রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের অন্তর্গত কাকিনা টু রংপুর গামী সড়কে অটোরিকশাযোগে যাত্রীবেশে রংপুরের দিকে যাওয়া সময় জনৈক আরিফ হোসেনের দোকানের সামনে আটকপূর্বক উক্ত অটো রিকশার যাত্রীবেশী অভিযুক্ত মোঃ ওয়াজেদ ওয়াজ করনী (২৪), পিতা-আবু বক্কর সিদ্দিক, মাতা-ইয়ারুন নেছা, গ্রাম-গোড়ল, থানা-কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট এর নিকট থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১(এক) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম কথিত গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকেসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
ধন্যবাদান্তে
জেলা পুলিশ, রংপুর।