মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বুধবার): গতকাল রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কলাবাগান এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ নাহিদ মাহমুদকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি ৯মিঃমিঃ পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩টি ওয়াকিটকি সেট, ০১টি অবৈধ পাসপোর্ট, বেশ কিছু ধারালো অস্ত্র এবং বিভিন্ন চাঁদা আদায়ের নথি ও রশিদ উদ্ধার করা হয়।
অপর একটি অভিযানে, গতকাল রাত আনুমানিক ৪ টায় খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে হাফিজুল শেখ হাফিজ (৩২) নামক একজন হত্যা মামলার আসামি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী দল ‘বি কোম্পানি’ এর সক্রিয় সদস্য বলে জানা যায়। এছাড়াও, অভিযানে তার তিনজন সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোহাম্মদ মাসুম শেখ (২২) এবং মোঃ দীপু শেখ (২৪) গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল (ম্যাগাজিন সহ), ২ রাউন্ড গোলাবারুদ, মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।