
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার): আজ ভোররাতে রাজধানীর পল্লবীর আলুপট্টি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি পরিত্যাক্ত দালান থেকে ৩ টি রিভলবার, ১ টি ককটেল বোমা, ৭৩ রাউন্ড গোলাবারুদ, ৩০ গ্রাম গান পাউডার এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্য উদঘাটনে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।