নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুর কালশি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী
গ্রেফতার মাদক ব্যবসায়ী রাশিদা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, মিরপুর সেনা ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট ও পল্লবী থানা পুলিশের সমন্বয়ে মিরপুর কালশী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মাদক ব্যবসায়ী শাহিনুর, রাশিদাসহ ৫ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে মাদক, মাদক বিক্রির টাকা, একাধিক মোবাইল ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।