
মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ তারিখঃ ২৭-০৯-২০২৫ ইং।
বিবরণঃ অদ্য ০১২০ ঘটিকায় রূপনগর আবাসিক এলাকা (বাসা নং ০৫, রোড নং ০৯) হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি চাকু এবং মোঃ কাসেম আহমেদ (৩০) নামের ০১ (এক জন) সন্ত্রাসী কে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীর নাম ও বিস্তারিতঃ
১. মোঃ কাশেম আহমেদ (৩০), পিতাঃ আব্দুর রহিম, মাতাঃ মোছাঃ রোকেয়া বেগম, স্ত্রীঃ মুন্নি আক্তার, বাউনিয়াবাদ, ডি ব্লক, ঢাকা।
জব্দকৃত মালামালঃ
১. বিদেশি পিস্তলঃ  ০১ টি (৬.৫ মি,মি  (ইন্ডিয়ান)
২. ম্যাগাজিনঃ ০১ টি।
৩. চাকুঃ ০১টি।
৪. মোবাইলঃ ০১ টি, সিম কার্ড  ০৭ টি, মেমোরি কার্ড ০৩ টি।
৫. নগদ টাকাঃ ২৪৪০ টাকা।
নোটঃ অদ্য ০৭:১০ ঘটিকায় মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।