মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর লালবাগ এলাকায় একটি মোবাইলের দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চুরি হওয়া মোবাইল, নগদ টাকা ও তালা কাটার সরঞ্জামসহ দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম: ১। আমিনুল ফকির (৩৩) ও ২। মিরাজ (৩৭)।
বুধবার (১৪ মে ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখ রাতে লালবাগ থানাধীন শেখ সাহেব বাজারে অবস্থিত “মদিনা ইলেক্ট্রনিক্স এন্ড মোবাইল বাজার” নামক দোকানের সাটারের তালা ভেঙে বিভিন্ন মডেলের ৩৩টি মোবাইল ফোন ও নগদ ৮৮,০০০ টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে অজ্ঞাত চোরদের দোকানে প্রবেশ ও চুরির দৃশ্য ধরা পড়ে। এ ঘটনায় দোকানের মালিক মোঃ আব্দুর রহিম বাদী হয়ে গত ১৪ মে ২০২৫ তারিখে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়। পরবর্তীতে বুধবার সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে চুরি হওয়া নয়টি মোবাইল ফোন, নগদ নয় হাজার টাকা ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত ছিল বলে স্বীকার করেছে।
চুরির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চুরি হওয়া অন্যান্য মোবাইল ফোন ও টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।