মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে অদ্য ১৫-১০-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর খিলক্ষেত এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এন্ড সিএনজি ফিলিং স্টেশন, জোয়ার সাহারা , খিলক্ষেত , ঢাকা-১২২৯ এর জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। যাচাইকালে ১২ টি ডিসপেন্সিং ইউনিট পরিমাপ করা হলে, ৬ টি অকটেন ও ৩ টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ৩০০ মি.লি. এর অধিক কম পাওয়া যায়। ফলস্বরূপ, উক্ত ৯ টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয় ও দ্রুততার সাথে প্রতিটি ইউনিটের পরিমাপ সঠিক করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং একই সাথে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ৯ টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব শিখন সাহা , পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।