মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ০৭-০৯-২০২৫ তারিখে ঢাকা জেলার খিলগাঁও এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে একতা কনজুমার ফুড এন্ড বেভারেজ লিঃ, নকদার পাড়া, খিলগাঁও, বনশ্রী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ফর্টিফাইড সয়াবিন অয়েল, নুডুলস, চানাচুর ও সরিষার তেল পণ্য মোড়কজাত এবং বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহারপূর্বক বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ৪,০০,০০০.০০ (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন ও ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রতি ১ লিটারে ৩০ মি.লি. কম প্রদান করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন এবং মহাপরিচালক মহোদয়ের ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয় একইসাথে দ্রুত সময়ের মধ্যে কারখানায় পরিবেশ ঠিক করে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।