মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার হাজারীবাগে একটি পুরাতন অটোরিকশা বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ রাজু শেখ (২০), ২। মোহাম্মদ ফাহিম (২০), ৩। মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৫), ৪। মোহাম্মদ সুমন গাজী (৩৬) ও ৫। মোহাম্মদ রাসেল (৩৬)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৫ খ্রি. রওশন আরার মেয়ে মোছাম্মত রুনা আক্তার (৩২) একটি পুরাতন অটোরিকশা ২২ হাজার টাকায় মোহাম্মদ ফাহিম (২০), মোহাম্মদ রাজু (২০) ও মোহাম্মদ সুমন (৩৬)-এর কাছে বিক্রি করে। তখন নগদ নয় হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা দুই দিনের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্ধারিত সময়ে বাকি টাকা পরিশোধ না করায় রুনা আক্তার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাদের পাননি। পরবর্তীতে বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় কালুনগর বেরিবাঁধ সংলগ্ন ময়লার ডিপোর সামনের রাস্তায় রুনা আক্তারের সঙ্গে আসামি রাজুর সাক্ষাৎ হয়। রুনা পাওনা টাকা দাবি করলে রাজু টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে। এ সময় রুনা ও তার ভাড়াটিয়া হৃদয় (৩০) রাজুর কাছে থাকা দুটি মোবাইল ফোন রেখে দিয়ে বলেন, পাওনা টাকা পরিশোধ করে ফোন ফেরত নিতে। এরপর ১ আগস্ট, ২০২৫ রাত ১টার দিকে গ্রেফতারকৃ পাঁচজনসহ স্থানীয় সাবেক বিজিবি সদস্য আঃ রশিদ, তার ভাই আঃ রহমান, ভাতিজা আঃ রহিমসহ অজ্ঞাতনামা ৫-৬ জন রুনা আক্তারের বাড়িতে প্রবেশ করে। রুনাকে না পেয়ে তারা রুনার ভাই মোঃ লিটন (৩৮) ও মা রওশন আরাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে।
ঘটনার খবর পেয়ে রুনার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা আসামি সাদ্দাম হোসেনকে আটক করে মারপিট করে। আহত লিটন ও রওশন আরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন।
থানা সূত্রে আরো জানা যায়, ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ আসামি—মোহাম্মদ রাজু শেখ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ সুমন গাজী ও মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করে।
এ ঘটনায় হাজারবীগ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।