মনা নিজস্ব প্রতিনিধিঃ
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নয় জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ কামাল হোসেন (৪৪) ২। মোঃ নুরে আলম (৪৫) ৩। মোঃ ওসমান (৩৯) ৪। মোঃ আব্দুর রহমান (৫৬) ৫। মোঃ বিল্লাল গড়ামী (৩০) ৬। মোঃ রনি (২৫) ৭। মোঃ শুভ ইসলাম কাউছার (২৪) ৮। বাপ্পী শিকদার (৩৫) ও ৯। মনিরুজ্জামান বাপ্পী ওরফে বাপ্পী শিকদার (৩২)।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে নয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, অজ্ঞান পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।