মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এক বিবাহোত্তর অনুষ্ঠান। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের বেসমপুরদ্দী গ্রামের মোরল বাড়িতে বিএনপি নেতা ইব্রাহিম মোরলের বাসায় এ আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় বিএনপি নেত্রী হেলেন জেরিন খান।
অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলার সময় তিনি বলেন, “মানুষের দুঃখ-সুখে পাশে থাকাই আমার দায়িত্ব। আজকের এই আনন্দঘন মুহূর্তে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।”
এই আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র প্রার্থী শেখ জাকির হোসেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও যুবদল নেতা মো. সরদার সহিদুল্লাহ (রেজাউল), কবিরাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাওলাদার এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলায়েত (ঢাকা জজ কোর্ট)।
অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা হেলেন জেরিন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
অনুষ্ঠান শেষে হেলেন জেরিন খান একটি মোটরসাইকেল বহরসহ কবিরাজপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে যান। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।
নেতাকর্মীরা জানান, সাবেক এমপি হেলেন জেরিন খানের উপস্থিতি তাদের নতুন করে উজ্জীবিত করেছে। তার নেতৃত্বে তারা আগামী দিনে দলের কর্মসূচি আরও শক্তিশালীভাবে এগিয়ে নেবেন।