মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার মাচারাং গ্রামে একসময় চালু থাকা একটি ব্রাক স্কুলে রহস্যজনক আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এটি ছিল পরিকল্পিত অগ্নিসংযোগ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি ঘটে ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে ততক্ষণে পুরো স্কুল ভবনটি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, ব্রাক স্কুলটি গত সাত বছর ধরে বন্ধ থাকলেও এটি ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার শিক্ষার্থীরা একসময় এখান থেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করত। বর্তমানে কাছাকাছি একটি সরকারি স্কুল চালু হওয়ায় এটি অকার্যকর হয়ে পড়ে।
স্কুলটির মালিক ফরহাদ শেখ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি সিলেট থেকে সাংবাদিকদের জানান, “স্কুলটি বন্ধ থাকলেও এটি আমার স্বপ্নের প্রকল্প ছিল। এলাকার শিশুদের নিরাপদে শিক্ষাগ্রহণের সুযোগ দিতে গিয়ে আমি এই স্কুলটি গড়ে তুলেছিলাম, কারণ তখন এখানকার শিক্ষার্থীদের বরিশাল-ঢাকা মহাসড়ক পার হয়ে দূরের স্কুলে যেতে হতো, যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। এখন যারা এটি পুড়িয়ে দিয়েছে, তারা চরম অন্যায় করেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি—অবিলম্বে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।