মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের দুই রাজনৈতিক নেতা মোঃ মোশারফ হাওলাদার ও ইমরান হাওলাদারকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেলে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিলামপুরদ্দী গ্রামে এক সালিশ বৈঠকে অংশ নিতে এসে তাদের আটক করা হয়।
আটক মোঃ মোশারফ হাওলাদার কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। অপরদিকে ইমরান হাওলাদার নিলামপুরদ্দী গ্রামের বাসিন্দা এবং কবিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত একটি বিরোধের সালিশ বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন তারা। সালিশ চলাকালীন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, রাজনীতির সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের এভাবে আটকের ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। অন্যদিকে, কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করছেন।