মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার।
আজ ২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় মাদারীপুরের পশ্চিম রাজৈর মোড়ের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো "মরহুম আব্দুল হামিদ ফকির ফুটবল টুর্নামেন্ট"।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাহফুজুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাজৈর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাসুদ খান, অফিসার ইনচার্জ রাজৈর থানা।
এছাড়া বিএনপি নেতা আবুল হোসেন খান, শেখ জাকির, মহসিন ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা হাওলাদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন কলা বাগান একাদশ ও ইতালি ইউনিট একাদশ।
দারুণ প্রতিযোগিতা মূলক এই ফাইনাল খেলায় শেষ পর্যন্ত কলা বাগান একাদশ ৩-২ গোলে জয়ী হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ ও রানার্সআপ দলের খেলোয়াড়দের একটি এলইডি টিভি তুলে দেন।
এছাড়া খেলার মধ্যে কম ফাউল করায় রানার্সআপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।
উক্ত খেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন।