
স্টাফ রিপোর্টার: মেহেদি হাসান সোহেল
মাদারীপুর রাজৈরে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ যোহর মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্যের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলের সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল পরিমাণ নেতা–কর্মীদের উপস্থিতি ছিল
আয়োজকদের ভাষ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। মাহফিলে হাত তুলে তাঁর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্য, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক তাজুল মাতব্বর, রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির মৃধা এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা–কর্মী।
দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে মিল্টন বৈদ্যের সমর্থকরা দলে দলে যোগ দিলে ঈদগাহ মাঠে এক প্রার্থনামুখর পরিবেশ তৈরি হয়।