মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সরকারের অন্যতম মহতী উদ্যোগে এম পি ও ভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এক অভিনব পদক্ষেপ। তারই পথ ধরে ১৬ ই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলের মাধ্যমে নতুন করে শিক্ষক পেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক নতুন শিক্ষকদের
নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজুল হক। মাধ্যমিক শিক্ষা অফিসার, মো:ফজলুল হক।
একাডেমিক সুপারভাইজার জনাব ননী গোপাল।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফজলুল হক বলেন আপনাদের পেশা একটি মর্যাদাপূর্ণ পেশা।আপনাদের স্বাগত জানাই এ পেশায়।তিনি বলেন শিক্ষকদের সকল রকম সহযোগিতার জন্য তিনি সব সময় প্রস্তুত আছেন।উল্লেখ থাকে যে এই উপজেলায় NTRCA এ বছর ৫৮ জন শিক্ষক সুপারিশ করে।
এ পর্যন্ত ৪৬ জন যোগদান করেন। ১৮/৯/২০২৫:যোগদানের শেষ দিন তাই হয়তো আরো বাকি শিক্ষক যোগদান করবেন।