স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাটখোলা সাহাপাড়া মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন।
গত শনিবার (২ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ও পীরগঞ্জবাসীর আস্থাভাজন নেতা, ঠাকুরগাঁও-০৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী প্রভাষক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহমুদুর নবী পান্না, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু, সহ-সভাপতি মোঃ নূর নবী ও মোঃ খলিলুর রহমান, রাণীশংকৈল জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নবাব আলী, পৌর ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ গোলাম রসূল, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ হামিদুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশান্ত বসাক।
ধর্মীয় এই অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করেছিল এক উৎসবমুখর পরিবেশ। ভক্তবৃন্দ সঙ্গীত, কীর্তন, আরাধনা ও প্রার্থনার মাধ্যমে পবিত্র উত্থান একাদশী পালন করেন।