ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও জেলা রানীশংকৈল উপজেলার ২২ মে আনুমানিক ০৯:৪০ ঘটিকায় রানীশংকৈল পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের হাট খোলা বন্দর, বসাক পাড়ার, শ্রীমতি বিনা রানী বসাক (২৮) স্বামী শ্রী-ছোট বসাক সাং-বন্দর, বসাক পাড়া, উপজেলা রাণীশংকৈল,জেলা-ঠাকুরগাঁও পারিবারিক ঝগড়া-বিবাদের কারনে স্বামী প্রতি অভিমান করে নিজ বসত ঘরের সরের সাথে পরিহিত ওড়না গলায় পেঁচাইয়া আত্নহত্যা করে৷
গোপন ভাবে জানা যায় মৃত বিনা রানী বসাকের অশ্লীল ছবি আছে মর্মে প্রতিবেশি একজন মুসলিম তার স্বামীকে ১ মাস আগে জানায় এবং সেই থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারিক দ্বন্দ সৃষ্টি হয় মর্মে জানা যায়৷ এতে বিনা রানী সারারাত ঝগড়াঝাঁটি করে। সকালবেলায় নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেচিয়ে,আত্মহত্যা করেছে বলে,থানা পুলিশ, সাবেক মেয়র মোখলেসুর রহমান, জামাত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টারকে বিনার স্বামী জবানবন্দী দেন। ও পরিবার প্রতিবেশীর কাছেও জানা গেছে।