**মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:**
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে শুরু হয়েছে মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি। রামগড় উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে পৌর এলাকার বাজার ও জনবহুল স্থানে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
গতকাল বুধবার (৩০ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত রামগড় বাজারের হাই প্লাজা শপিংমল থেকে কমপাড়া পর্যন্ত সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
লিফলেট বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেফায়েত উল্ল্যাহ, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জিয়া পরিষদের নেতৃবৃন্দ বলেন, "দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।" তারা জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে চলমান আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ শাহাজালাল নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ১নং রামগড় ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুর রহিম ও সদস্য সচিব কামরুল ইসলাম, ২নং পাতাছড়া ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্না ও সদস্য সচিব মোঃ রানা সহ জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।