মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার ১জনের দেহ সমাধি হয়েছে নিহত যুবকের নাম সজীব মোল্লা (৩১)সে রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের মোহাম্মদ ফারুক মোল্লার ছেলে
সে মজুমদার কান্দির গ্রামের মনির দালালের মাধ্যমে ১৪ লক্ষ টাকা চুক্তিতে চার মাস আগে বাড়ি থেকে বের হয়েছিল ২৪ জানুয়ারি দিবাগত রাতে লিবিয়ার ব্যাঙগাজি থেকে গেম দিয়েছিল ২ ফেব্রুয়ারি রবিবার পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পায় সজীব মোল্লার মামা আব্দুল ফকির জানান মনির দালাল সমস্ত টাকা নিয়ে আমাদের দেওয়া কথা রাখেনি কাঠের বোটে গেম দেওয়ার কথা থাকলেও প্লাস্টিকের বোর্ডে গেম দেয় হয় এ কারণেই আমার ভাগিনার করুন পরিনতি আমি মনির দালালের বিচার চাই এ বিষয় রাজৈর থানার ওসি মো: মাসুদ খান জানান থানায় কোন অভিযোগ পাই নাই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে