রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সরকারি রাজৈর কলেজের প্রতিষ্ঠাতা শহীদ সিরাজুল ইসলাম বাদশার পরিবার। তাঁর সহধর্মিণী দিলরুবা ইসলামের পক্ষ থেকে রাজৈর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিলরুবা ইসলাম বলেন, “শহীদ সিরাজুল ইসলাম বাদশা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের প্রতি তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, শীত মৌসুমে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং অনুকরণীয়।