মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, দক্ষিণবঙ্গের অহংকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবং জননন্দিত নেতা মরহুম তরিকুল ইসলাম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগআঁচড়া ইউনিয়ন ও বেনাপোল পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
এছাড়া আজই, ১১ নং নিজামপুর ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম সাহাজান আলি আলাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করেন মোঃ মফিকুল হাসান তৃপ্তি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।