মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের হাওয়ার মোর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (২০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, যা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নারী ১৮ মাস বয়সী সন্তানের জননী। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির সকল সদস্য পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।