মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
আজ ৭ মে,২০২৫ খ্রিস্টাব্দ বুধবার বিকাল ৪ টায় মাদারীপুর জেলার শিরখাড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।শিরখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সংসদ সদস্য মাদারীপুর -২ ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর জেলার অহংকার, ইডেন কলেজের সাবেক ভিপি রাজ পথের লড়াকু নেত্রী হেলেন জেরিন খান। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর রহমান মিঠু, মাদারীপুর জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ, মাদারীপুর জেলা ছাত্র দলের সভাপতি মহিউদ্দিন মফা, মৎস্যজীবী দলের সদস্য সচিব সানোয়ার মিয়া, মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক লাইজু, সদস্য সচিব মিনু, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, এস এম মেহেদী হাসান রাজৈর উপজেলা যুবদল এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস,মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাব পোষণ করতে হবে। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে আহ্বান জানান।