মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জীবননগর থানাধীন গোয়ালপাড়া (মাঠপাড়া) গ্রামস্থ হাজারী মন্ডলের ছেলে মোঃ শওকত আলী(৫৩)থানায় এজাহার দায়ের করেন যে, স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে আসামী ১। আব্দুল মজিদ(৪০), পিতা-আব্দুল হাকিম ফকির ২। মোঃ মিজানুর রহমান রুবেল(৩০), পিতা-মৃত এমএ বারী ৩। লালন মন্ডল(৪২), পিতা-মোঃ মুনসুর আলী ৪। মোঃ আব্দুস সামাদ(৪৫), ৫। মোঃ বিপ্লব হোসেন(৫০), উভয় পিতা-আব্দুল হাকিম ফকির, সর্বসাং- গোয়ালপাড়া(মাঠপাড়া) ৬। মোঃ শাহীন(৩২), পিতা-বাবলু, সাং-নতুনপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাসহ অজ্ঞাতনামা৩/৪জনের বিরুদ্ধে বাদীর ছেলেসহ অন্যান্য ভিকটিমদের অপহরণের দায়ে জীবননগর থানার মামলা নং-০৮ তারিখ-২১ অক্টোবর ২০২৫ ধারা-৪৪৭/৩৬৪/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করেন।
আসামীরা স্বর্ণ চোরাচালান ও আত্নসাতকে কেন্দ্র করে ১। মোঃ শফিকুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আনারুল ইসলাম ও ২। মোঃ আনারুল ইসলাম(৫০), পিতা-মৃত হারেজ মন্ডল, উভয় সাং-গোয়ালপাড়া (মাঠপাড়া), থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গত ১২ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় এবং গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় ভিকটিম ৩। মোঃ হাসান মিয়া(২৬), পিতা-মোঃ শওকত আলী, সাং-গোয়ালপাড়া(মাঠপাড়া) ৪। মোঃ আবুল হোসেন(২৭), পিতা-মোঃ আতিয়ার রহমান,সাং-গোয়ালপাড়া(ক্লাবপাড়া)৫। মোঃ স্বপন ইসলাম(৪৪),পিতা-মোঃ মমিন মিয়া, সাং-গোয়ালপাড়া(মাঠপাড়া), থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদের অজ্ঞাতনামা আসামীরা অপহরণ করে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা দিকনির্দেশনায় জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা ও জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা'র নেতৃত্বের ডিবি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং পুলিশ সুপারের বিশেষ টিমের অংশগ্রহণে অভিযান পরিচালনা করে আজ ০৫ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের নির্জন জায়গায় অবস্থিত রেজাউল ইসলাম এর খামার হতে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে ভিকটিমদের উদ্ধার করা হয়। এসময় খামারবাড়ীর মালিক রেজাউল ইসলাম ও আব্দুল গফ্ফার আগেই পালিয়ে যায়। খামারবাড়ী হতে আসামী ১। মোঃ বিল্লাল হোসেন(৪০), পিতা-মোঃ আব্দুল কাদের,সাং-বাঁকড়া, ২। মোছাঃ সাগরিকা খাতুন(২৮), স্বামী-মোঃ বিল্লাল হোসেন, পিতা-মোসলেম মোড়ল,সাং-শিমুলিয়া, উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে ভিকটিমদের পাহারারত অবস্থায় এবং ভিকটিমদের চিকিৎসা প্রদানকারী গ্রাম্য ডাঃ বিকাশ দেবনাথ(৩০), পিতা-রঞ্জন দেবনাথ, সাং-কুল্লা,থানা-ঝিকরগাছা,জেলা-যশোরকে গ্রেফতার পূর্বক পুলিশ হেফাজতে গ্রহণ করা হয়েছে।
উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০ ঘটিকায় বগার মাঠের মধ্য দিয়ে ভিকটিম ও স্বর্ণ পাচারকারী শফিকুল ইসলাম ৫০ পিস স্বর্ণের বার খোয়া যায়। উক্ত স্বর্ণের বার খোয়া যাওয়ার ফলে স্বর্ণের বারের মালিকপক্ষরা ভিকটিমদের অপহরণ পূর্বক যশোর জেলার ঝিকরগাছা থানাধীন হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের নির্জন জায়গায় অবস্থিত জনৈক রেজাউল ইসলাম এর খামারের গোডাউনে অবৈধভাবে আটক রেখে স্বর্ণের বার উদ্ধারের নিমিত্তে অমানুষিক শারীরিক নির্যাতন করে এবং শফিকুলের ০৪টি আংগুল কেটে দেয়।