মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় মো. ফারুক (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) সন্ধা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার এলাকায় হঠাৎ করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মো. ফারুক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কারা জড়িত এবং সংঘর্ষের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে এমন ঘটনা কেন্দ্র করে বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।