সিরাজগঞ্জ প্রতিনিধি :
নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন সলঙ্গা থানা বিএনপি। সোমবার (১ সেপ্টেম্বর) ছিল মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া মাটি ও মানুষের আস্থার সংগঠন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবারে সলঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়।
সলঙ্গা থানা বিএনপির আয়োজনে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়। প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য র্যালী।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,তাঁতী দল,মহিলা দল,শ্রমিক দল,মৎস্যজীবী দল,জাতীয়তাবাদী গ্রাম ডাক্তার এ্যাসোসিয়েশন ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের
শত শত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়।পরে সেখান থেকে নেতাকর্মীরা মাথায় লাল,সবুজ ফিতা,স্ব স্ব ব্যানার,ফেস্টুন,ক্যাপ,জাতীয় ও দলীয় পতাকা,শহীদ জিয়া, খালেদা জিয়া,তারেক রহমানের ছবি সম্বলিত রং-বেরংয়ের ফেস্টুন নিয়ে সুসজ্জিত ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে র্যালীটি মুখরিত হয়ে ওঠে শ্লোগানে শ্লোগানে।
র্যালীটি গোটা সলঙ্গা বাজার প্রদক্ষিণ শেষে আবারো হাইস্কুল মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি,জননেতা মতিয়ার রহমান সরকার,সাবেক সদস্য সচিব আব্দুল আলিম,সাবেক সাধারন সম্পাদক মারুফ হাসান খোকন,সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,সিনি: সহ সভাপতি আব্দুল আলিম শেখ,সোলায়মান হোসেন,সদস্য হাবীবুর রহমান,সদস্য হাবীবুর রহমান সুজন, বিএনপি নেতা আহসান হাবীব,হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা যুব দলের সাবেক আহবায়ক রাশেদুল হাসান পাপন,সাবেক সদস্য সচিব শাহিন রেজা,যুবদল নেতা কে.এম আল আমিন, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শেখ র্রফিকুল ইসলাম,নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আম্বিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ,রামকৃঞপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান,নলকা ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ,বিএনপি নেতা শরিফুল ইসলাম হাবু,থানা পল্লী চিকিৎসক সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক কে.এম জাহিদুল ইসলাম প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আত্মত্যাগের কথা স্মরণ করে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহঙ্কার
দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।বিএনপি দেশের মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠেছে।তাই
তৃণমুল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করে জনগণের ভোটে বিএনপির প্রার্থী (ধানের শীষ)কে বিজয়ী করতে হবে।পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরি্েশে মুখরিত।