
জি.এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :
“সুশিক্ষা সুবিবেক গঠন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় গড়ে উঠেছে মোস্তফা প্রি- ক্যাডেট স্কুল।সলঙ্গায় স্বনামধন্য সরকারি,বেসরকারি ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষার মান যথাযথ অটুট রেখে সুদক্ষ শিক্ষক-শিক্ষিকা দ্বারা সুশীতল ছায়াঘেরা মনোরম পরিবেশে শিক্ষাদান করে চলেছেন মোস্তফা প্রি- ক্যাডেট স্কুল।কচি কন্ঠের শিক্ষা- সংস্কৃতির অন্যতম বিদ্যাপিঠ স্কুলটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোস্তফা জামান একজন সুশিক্ষিত আলোকিত মানুষ।এলাকার অসচ্ছল, শ্রমজীবী,ব্যবসায়ী,চাকরিজীবিসহ সকল শ্রেণী পেশার মানুষের সন্তানদের মান সম্মত শিক্ষার জন্য অভিভাবকেরা এই স্কুলে ভর্তি করে থাকেন।সলঙ্গার সচেতন মহলের সহযোগীতায় অধ্যক্ষের দৃঢ় মনোবল ও অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজ স্কুলটি সলঙ্গায় সুশিক্ষার শ্রেষ্ঠ বাতিঘর হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছে।কিছুদিন ধরে স্থান পরিবর্তন করে ৪০০ গজ দক্ষিনে সলঙ্গা টু বড়গাছা মেইন রাস্তার সংলগ্ন পশ্চিম পার্শ্বে নতুন ক্যাম্পাস গড়ে উঠেছে।কোলাহলমুক্ত,নিরিবিলি ও শান্ত পরিবেশে বিশাল পরিসরে শিক্ষাবান্ধব নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে স্কুলটির কার্যক্রম।সিসি ক্যামেরার আওতাভুক্ত শতভাগ নিরাপত্তায় শত শত শিক্ষার্থী নিয়ে চলছে বর্তমান পাঠদান।স্কুলটিতে রয়েছে শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম,সুইমিং পুলসহ বিনোদনের সকল অবস্থাই রয়েছে।
স্কুলের স্মাট,মেধাবী ও পরিশ্রমী ২০ জন শিক্ষক/কর্মচারী তাদের দক্ষতা ও নিষ্ঠা দিয়ে স্কুলটির পাঠদান চালিয়ে যাচ্ছেন।এ কারণে স্কুলটিতে রয়েছে অভাবনীয় সাফল্য,সুনাম ছড়েছে শ্রেষ্ঠ আলোকবর্তিকা হিসেবে।সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন,শিক্ষার্থীদের মানসিক বিকাশে সৃজনশীলতা,বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, বিতর্ক,নৃত্য,আবৃত্তি,চিত্রাঙ্কন,সাধারন জ্ঞান প্রতিযোগীতার আয়োজন করা হয় এ স্কুলে।শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর,মানসম্মত শিক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থা রয়েছে এই স্কুলটিতে।শিক্ষার পরিবেশ বজায় রেখে শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে স্কুলটিকে এগিয়ে নিতে কর্মরত সকল শিক্ষক/কর্মচারীদের সাথে নিয়ে হাস্যোজ্জ্বল,নিবেদিত প্রাণ আন্তরিক অধ্যক্ষ মোস্তফা জামান সর্বদা কাজ করে যাচ্ছেন।এ ক্ষেত্রে তিনি আরও সকলের সহযোগীতা ও পরামর্শ কামনা করেন।