মাহামুদুল হাসান
স্টাফ রিপোর্টার মাদারীপুর
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের চান্দনা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করায় এই সভার আয়োজন করা হয়। বুধবার ১৩ আগস্ট বিকেলে রাজৈর উপজেলার মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি ও দৈনিক ডেসটিনি মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইন। সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএমএসএফ মাদারীপুর জেলা সভাপতি ও দৈনিক দিনকালের মাদারীপুর প্রতিনিধি অধ্যক্ষ গাউছ উর রহমান। এছাড়া বক্তব্য রাখেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর রিপোর্টাস ইউনিটির সভাপতি ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ফাইজুর রহমান মামুন, সাংবাদিক ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, ও রাজৈর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সহ সভাপতি টিপু বাঘা, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সহ সভাপতি রাকিবুল হাসান বাবুল, চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন হিরা, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন ডাব্লিউ, মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আলি শেখ, সহ সাংগঠনিক সানোয়ার, অর্থ সম্পাদক মুরাদ হোসেন,
আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এ ধরনের হত্যাকাণ্ড সাংবাদিকদের কাজের ক্ষেত্রে নতুন করে হুমকি তৈরি করেছে বলে উল্লেখ করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তারা জোর দিয়ে বলেন যে, সাংবাদিক হত্যা একটি সমাজের জন্য বড় ধরণের ক্ষতি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গোটা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।
সভায় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এই প্রতিবাদ সভার মাধ্যমে সাংবাদিক সমাজ একত্রিত হয়ে তাদের সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানায় এবং এই ধরনের ঘটনায় কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন তারা।