আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার ঃ সান্তাহার মোবাইল ফোনে কথা বলতে বলতে যাবার সময় ট্রেনের
নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৭) এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যা
৬টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিনে রেলওয়ে হাসপাতালের নিকট এ ঘটনা ঘটে। নিহত যুবকেল
মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬টায় ওই যুবক মোবাইল ফোনে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিনে হাসপাতালের নিকট রেললাইনের উপড় দিয়ে যাচ্ছিল। এসময় চিলাহাটিগামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্র্রেনের নীচে কাটা পড়ে তার শরীর ত্রিখন্ডিত হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, তার
নিহত যুবকের পরিচয় সনাক্তের জন্য পিবিআই কাজ করছে।