মোঃ আলী শেখ, জেলা প্রতিনিধি মাদারীপুর :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার
আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় বিএমএসএফ এর রাজৈর থানার মোড় কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আহমেদ আকন, পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহাসিন ফকির, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস ও রাজৈরের বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক ছাত্র দলের সভাপতি আবুল হোসেন খান প্রমুখ।
দোয়া ও মোনাজাতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সনেট,, কার্যনির্বাহী সদস্য নাজমুল শেখ, সাংবাদিক মোহাইমিনুল ও আল আমিন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজৈর উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ফাইজুর রহমান মামুন।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।