মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৭/০৬/২০২৫ খ্রিস্টাব্দ ১৭.০০ ঘটিকার সময় আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাগস্থ সামাজিক কনভেনশন সেন্টারে আগামীকাল ২৭/০৬/২০২৫ খ্রিস্টাব্দে “সামাজিক ব্যবসা দিবস-২০২৫” উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, বিদেশী কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ এবং উচ্চ পদস্থ দেশি-বিদেশী অতিথিবৃন্দের আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করনের জন্য ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ভিভিআইপি ডিউটিতে নিরাপত্তার দায়িত্বে থাকা সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের পক্ষে জনাব মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় উক্ত ভিভিআইপি ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । এছাড়াও উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিট ও ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।