মনা নিজস্ব প্রতিনিধিঃ
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ এর নেতৃত্বে এএসআই(নিঃ) রুহুল আমিন, এএসআই(নিঃ) শাকিল আহাম্মেদসহ কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকশ টিম ইং ১৮/১০/২০২৫ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইউছুপ, পিতা-ছালেহ আহমদ, মাতা-শাহিদা বেগম, সাং-শহীদ ভিলা ইছানগর (ইউনুছ মার্কেট এর পশ্চিম পাশে), চরপাথরঘাটা, ডাকঘর- আজিমপাড়া, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে সাজা সিআর-৫৯২/১৮, সাজা সিআর-৫৭৮/১৮, সাজা সিআর-১৪৬/২৩, সাজা সিআর-৬৬৫/১৮, সাজা সিআর-৮৯৫/১৮, সিআর নং-১৫৮/২১ গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল। আসামী দীর্ঘ ০৭ বছর আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।