মনা নিজস্ব প্রতিনিধিঃ
কোতোয়ালী থানার এসআই(নিঃ) শরীফ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৬/০৮/২০২৫ খ্রি. তারিখ, ০৪.৫৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড অফিসার্স ক্লাব উঠার মুখের খালি মাঠে অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন ১৫/১৬ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ০৪ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় তাদের সহযোগী অপরাপর অজ্ঞাতনামা ১০/১১ ব্যক্তি কৌশলে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালিয়ে যায়। আটক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ জামাল উদ্দিন @ জাম্মু (৪২), ২। মোঃ বেলাল (৩৩), ৩। মোঃ সজিব @ রমজান (২৫), ৪। মোঃ ইমতিয়াজ হোসেন @ জয় (২০) মর্মে প্রকাশ করে। তাদের সহযোগী পলাতক আসামীদের নাম-ঠিকানা কৌশলে এড়িয়ে যায়। আসামীদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০৩টি টিপ/ফোল্ডিং ছোরা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা তাদের পলাতক অজ্ঞাতনামা সহযোগীসহ রিয়াজ উদ্দিন বাজার, নিউ মার্কেট, ফলমন্ডি এবং টেরিবাজার আগত ব্যবসায়ী ও পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে শলা-পরামর্শ করতেছিল। এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১০, তারিখ-০৬/০৮/২০২৫খ্রি, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।