মনা নিজস্ব প্রতিনিধিঃ
কোতোয়ালী থানার এসআই মারুফ বিন আব্দুল্লাহ, এসআই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ইং১৪/০৮/২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা-২০৪/২৩, সিআর-৬০০/২২, প্রসেস নং-১৬৭০/২৫, ০২। দায়রা-২০৪/২৩, সিআর-৬০০/২২, প্রসেস নং-১৯১৪/২৫ সংক্রান্তে ০২টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী ০১। মোঃ জাহেদুল ইসলাম, পিতা-তাজুল ইসলাম, সাং-এম এইচ হজ্ব গ্রুপ, সিদ্দিক শপিং কমপ্লেক্স, রিয়াজ উদ্দিন বাজার, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন।
অন্যদিকে কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ নগরীর কোরবানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ০৩। দায়রা-৩৪৭১/২০, সিআর-১১৪৯/১৯ সংক্রান্তে সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী ০২। আশীষ বৈদ্য, পিতা-কাশি মোহন বৈদ্য, সাং-বলুয়ার দিঘীর পূর্ব পাড়, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামী দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।