মনা নিজস্ব প্রতিনিধিঃ
কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থজারী মামলা নং- ১১৭২/২৪ সংক্রান্তে ০৬(ছয়) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ মামুন রশিদ, পিতা- হারুন উর রশিদ, প্রোঃ মামুন এন্ড ব্রাদার্স, হিরোহারমনি, পারসিভিল হিল, চকবাজার, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।