
মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৭/১০/২০২৫ ইং তারিখে তমাল দাশ (৩৬) নামে একজন ব্যক্তির ফ্ল্যাটের ড্রয়িং রুমের বারান্দার গ্রীল কেটে ০১ টি LENOVO Laptop এবং ০১টি HP Laptop কে বা কাহারা চুরি করিয়া নিয়ে যায় মর্মে বাদী থানায় সংবাদ প্রদান করলে কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শফিকুল ইসলাম প্রঃ সফিকুল প্রঃ সকি প্রঃ শইক্কা চোর (৩৫) পিতা-আক্তার হোসেন প্রকাশ আক্তার উদ্দিন মাতা-রাবেয়া প্রকাশ লাবিয়া খাতুন সাং-গ্রাম- কামড়াবন্দ, আবু বক্কর মেম্বারের বাড়ী, জলিল কসাইয়ের বাড়ীর পূর্ব পাশে), কামরাবন কসাইয়ের বাড়ি সাথে, পোঃ বাতাঘাট ইউনিয়ন থানা- তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, বাংলাদেশ বর্তমান: গ্রাম-পশ্চিম মাদারবাড়ী, রেল গেইটের পাশে, রিক্সার গ্যারেজের সামনে আব্দুর রশেদ এর কলোনীর ভাড়াটিয়া, থানা- সদরঘাট, জেলা-চট্টগ্রামকে বাকলিয়া থানা এলাকা হতে কোতোয়ালী থানার মামলা নং-৩৩, তারিখ-২০/১০/২০২৫খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে গ্রেফতার পুর্বক তার হেফাজতে হতে চোরাইকৃত ০১ টি LENOVO Laptop, যাহার প্রসেসর- CDC এবং ০১টি সরকারী HP Laptop যাহার প্রসেসর-intel core i5 উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে বিভিন্ন আইনে মোট ১২ টি মামলা রয়েছে।