মনা নিজস্ব প্রতিনিধিঃ
চান্দগাঁও থানার এসআই হারেছ মোঃ কুসুম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ২৪/০৭/২০২৫খ্রি: তারিখ রাত্রীবেলা চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য ০১। মো: রাসেল (১৯), পিতা-আব্দুর রহিম বাদশা, মাতা-পাখি বেগম, সাং-সুবর্নচর, ভুইঁয়ার হাট, বাজারের পাশে, ৮নং ওয়ার্ড, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালী, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, মেহেরাজ খান চৌধুরী ঘাটা, আমেনার পিতার বাড়ী, থানা-চাঁদগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ তারেক (৩৮), পিতা-মৃত আজম উদ্দিন, মাতা-মমতাজ বেগম, সাং-চররাঙ্গামাটিয়া, শাহ আলম কন্ট্রাকটারের বাড়ী, প্রকাশ জিনের বাদশা বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ জীবন (২৪), পিতা-বশির আহাম্মেদ, মাতা-লাকী আক্তার, সাং-গহিরা চুনাপাড়া, আব্দুস সোবাহান এর বাড়ী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-খাজা রোড, চৌধুরী স্কুল, হাবিলদার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। মো: রাকিবুল ইসলাম তানভীর (১৯), পিতা মো: ফারুক, মাতা-বিবি ফাতেমা, সাং-খাজা রোড, চৌধুরী স্কুল, হাবিলদার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।