মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৬ আগস্ট বিকাল ৩. ৩০ ঘটিকার সময় ট্রাফিক বন্দর বিভাগের টিআই (কর্ণফুলী) জনাব আবু সাঈদ বাকারের নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট আরিফ ও কর্ণফুলী থানার এসআই তানভীর সঙ্গীয় ফোর্সসহ সেনাবাহিনীর সাথে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে যৌথ চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলকে থামিয়ে কাগজপত্র যাচাইয়ের সময় সন্দেহভাজন আরোহীকে তল্লাশি করলে তার হাতে থাকা রেইনকোর্টের ভেতর থেকে সাদা স্কচটেপে মোড়ানো মোট ১৯৭৬ (এক হাজার নয়শত ছিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মাদক কারবারি ০১। মোঃ মুসা (৩০), পিতা: নুরুল আমিন, মাতা: মৃত নুরুন্নাহার বেগম, সাং: মধ্য নিদানিয়া, ৫নং খুনিয়াপালং ইউপি, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার, ০২। ইমাম হোসেন (৩৪), পিতা: শামসুল আলম, মাতা: জোহরা বেগম, সাং: নীলা পুলের ডেল, ৩নং নীলা ইউপি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার দ্বয়কে গ্রেফতার করেন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।