মনা নিজস্ব প্রতিনিধিঃ
মামলার বাদী মোঃ আব্দুল রাজ্জাক (৫২) দুবাই প্রবাসী। তিনি গত ১৮/০৭/২০২৫খ্রিঃ দুবাই হতে চট্টগ্রাম আসেন। তার সাথে থাকা ০১। অনুমান- ১৩,৫০,০০০/- মূল্যের ১০০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বালা, ০২। অনুঃ- ৫০,০০০/- মূল্যের ০১টি ল্যাপটপ, ৩। অনুঃ- ৬২,০০০/- মূল্যের ০১টি আইফোন, ১২ প্রো-ম্যাক্স, IMEI- 35 3730395772074 নিয়ে বিমানবন্দর হতে সিএনজি চালিত অটোরিক্সা যোগে রাত আনুঃ ২২.২০ ঘটিকায় খুলশী থানাধীন বেবী সুপার মার্কেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র-শস্ত্র সহ বাদীকে আটক করে মারধর পূর্বক বর্ণিত মালামালসমূহ জোরপূর্বক ছিনিয়ে নেয়। এই ঘটনায় বাদী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে খুলশী থানায় লিখিত এজাহার দায়ের করলে খুলশী থানার মামলা নং-১৩, তারিখ - ২২/০৭/২৫খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
এপ্রেক্ষিতে ডিবি ( উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৫ এর এসআই মোঃ মহিউদ্দীন রাজু নেতৃত্বে একটি চৌকস টিম ২৩/০৭/২৫ খ্রিঃ তারিখ মামলার বাদীর সাথে ঘটনার বিষয়ে আলোচনা করে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান সনাক্ত করে। উক্ত টিম নগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশী অভিযান পরিচালনা ঘটনার সাথে জড়িত আসামী ০১। মোহাম্মদ আজম উদ্দীন (৩৮), পিতা- মৃত মৌলানা সালেহ আহমেদ, সাং-ধর্মপুর থানা- ফটিকছড়ি, ০২। জসিম (৪৭), পিং-আমিরুজ্জামান, সাং-কুলগাঁও থানা- বায়েজিদ বোস্তামী, উভয় জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ তারেক রহমান@তারেক (২৩), পিতা- মোঃ সিরাজুল হক, সাং- দক্ষিণ দিককূল থানা-সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-মোহরা, কালুর ঘাট, থানা- চাঁদগাও,চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে লুন্ঠিত মালামালের মধ্যে ক) পাসপোর্ট, যার নং- EJ0470681, খ) ০১ (এক) টি খয়েরী রংয়ের মানিব্যাগের মধ্যে UNITED ARAB EMIRATES এর ID CARD নং- 784-1974-4049310-0, গ) MR ABDUR RAZZAK এর DUBAI ΤΟ CHITTAGONG এর ফ্লাইট টিকেট নং- 7792885676814 উদ্ধার করেন।অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলমান আছে।