মনা নিজস্ব প্রতিনিধিঃ
মহানগর ডিবি ডিসি (দক্ষিণ) বিভাগের টিম–০১ এর অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২১.৪০ ঘটিকায় সিএমপি’র কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১। ড্রাইভার মিজানুর রহমান (৩০), পিতা—মোজাম্মেল হক, মাতা—মৃত রেহেনা আক্তার, সাং—ইসলামাবাদ খোদাইবাড়ী, পিয়াইজ্জা পাড়া, ০৭ নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা—ঈদগাঁও, জেলা—কক্সবাজারকে গ্রেফতার করেন। তার হেফাজত হতে—ক) ০১ (এক) টি পুরাতন সাদা রংয়ের মাইক্রোবাস, যার রেজিঃ নং—চট্ট মেট্রো-চ-১১-৩৪৫৭; খ) মোট ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান (৩০) জানায় যে, সে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জনৈক মোঃ রহমত উল্লাহ (৩২) নামক ব্যক্তি রামু, কক্সবাজার হতে তার গাড়িতে করে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার রাজখালী এলাকায় পৌঁছে দেওয়ার জন্য প্রদান করেন এবং জনৈক মোঃ রহমত উল্লাহ (৩২) উক্ত ইয়াবাগুলো গ্রহণ করার জন্য চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় অবস্থান করতেছে। আসামির দেওয়া তথ্যমতে অভিযানিক টিম চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় উপস্থিত হয়ে গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান (৩০) এর দেখানো ও সনাক্ত মতে অপর আসামি মোঃ রহমত উল্লাহ (৩২), পিতা—জাকের আহমদ, মাতা—খতিজা বেগম, সাং—ভুতপাড়া, জাকের আহমদের বাড়ি, চাকমারকুল ইউপি, ০৯ নং ওয়ার্ড, থানা—রামু, জেলা—কক্সবাজারকে গ্রেফতার করেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।