মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাকলিয়া থানার এসআই(নিঃ)/মোহাম্মদ আল আমিন,এসআই (নিঃ)/শরীফ উল্লাহ, এএসআই (নিঃ)/সিরাজুল ইসলামসহ একটি আভিযানিক টিম বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থ ঋন জারী মামলা নং-৭৫/১৬, প্রসেস নং-৩৮৪/২৫ মূলে ০১টি ০৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ তৌফিকুল আলম (বাহার), পিতা-মোঃ সামছুল আলম, সাং-মেসার্স মদিনা ন্যাচারাল ফিস, শাহ আমানত ব্রীজ এর উত্তর পার্শে, দক্ষিন বাকলিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।