মনা নিজস্ব প্রতিনিধিঃ
হিউম্যান ট্রাফিকিং ও ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রতিরোধে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Mrs. Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২০ মে, ২০২৫) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে মারি মাসদুপুই (Mrs. Marie MASDUPUY) এঁর সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে হিউম্যান ট্রাফিকিং ও ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যহত রাখার এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এর ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করা হয়।