মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বুধবার): গত ২২ জুলাই ২০২৫ তারিখে আনুমানিক সকাল ১০ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক নিয়মিত তল্লাশি পরিচালনা কালে একটি সিএনজি হতে ১০ টি অবৈধ ওয়াকি-টকি ওয়ারলেস সেট এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি সহ চন্দন ত্রিপুরা (৪০) নামক ১ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য হতে ধারণা করা যায় যে, নিষিদ্ধ আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে এই সব ওয়াকি-টকি ওয়ারলেস সেট পরিবহন করা হচ্ছিল।
বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। যেকোনো প্রকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।