1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে ব্যবসায়ীর মার্কেট দখল, ভাঙচুর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ডিবি যশোরের অভিযানে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক কক্সবাজারে বিএসটিআই ও জেলা প্রশাসন, কক্সবাজার এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদকসেবী আটক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান: অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সহ অপরাধী গ্রেফতার রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের যশোর ৮৫ শার্শা-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মফিকুল হাসান তৃপ্তি রাণীশংকৈলে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে ব্যবসায়ীর মার্কেট দখল, ভাঙচুর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে ব্যবসায়ীর মার্কেট দখল, ভাঙচুর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর আমিনুল ইসলাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে আমার একটি সুপার মার্কেট রয়েছে। সেখানে আমার আরিফ ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলারের ব্যবসার বিক্রয়কেন্দ্র ও গোডাউন আছে। বাকি দোকানগুলো ভাড়া দেয়া আছে।

গত ২৬ সেপ্টেম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা দলীয় লোকজন নিয়ে দোকানের দেয়াল ভেঙে দখল করে নেয়। এই রেজা বাঙালিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীনের ছোট ভাই। যার সরাসরি নেতৃত্বে আমার মার্কেট দখল করা হয়েছে। এ সময় দোকানের পেছনের খোলা জায়গাও টিন দিয়ে ঘিরে অবৈধভাবে নিজের দখলে নিয়ে নেয়।

এ বিষয়ে পুলিশকে অবগত করলে তারা এসে সারের গোডাউন ঘর ও দোকানের তালা খুলে দেন। এ সময় দখলকারীরা সটকে পড়েন। তবে পুলিশ যাওয়ার পর পুনরায় সেটি তার দখল করে নেন। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা দখলকৃত জায়গা ছেড়ে দেয়ার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম তার লিখিত বক্তব্যে আরো বলেন, গত ২৯ সেপ্টেম্বর সৈয়দপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন ও ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজা আমার মার্কেটের মূল গেটে বিএনপির ইউনিয়ন অফিসের সাইনবোর্ড লাগিয়ে দখল পাকাপোক্ত করেন।

এ বিষয়ে আমি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারকে অবগত করলেও কোনো সমাধান পায়নি।

দখলকারীদের বিচার দাবি করে তিনি বলেন, বর্তমান সরকারের সময় ব্যবসায়ীর দোকান দখল, ভাঙচুর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ঘটনা দুঃখজনক। এরকম বেআইনি ও জবরদখলের ঘটনার কারণে বিএনপির বদনাম হচ্ছে। এ সব অপরাধমূলক কর্মকাণ্ডের বন্ধে তিনি স্থানীয় বিএনপিসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তা না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

এবিষয়ে বিএনপি নেতা রেজাউল করিম বলেন, আমি করো জমি জায়গা দোকান ঘর নির্মাণ করিনি, সাইনবোর্ড ও লাগাইনি কোথাও। আমার ক্রয়কৃত জমিতে নির্মিত দোকান ভেংগে বড় করছি। যে ব্যাক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি নিজেই একজন অবৈধ দখলদার। আমার দোকানের সামনের জমি গায়ের জোরে দখল করে রেখেছেন। আমার বৈধতার সকল কাগজ পত্র আছে। চৌমুহনী এলাকায় কোন অবৈধ দখলদারদের স্হান হবে না বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট