মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ রাশেদুল হাসান খান এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স সহ ১৬/১০/২০২৫ তারিখ বিকাল ১৫.২৫ ঘটিকার সময় চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর YAMAHA FZ-S VERSION 4.0 মোটর সাইকেল, যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ল-৬৭-১৫৮৩ মোটরসাইকেলটি থামানোর জন্য সিগন্যাল দিলে উক্ত মোটরসাইকেল সহ ২জন আরোহী পালানোর চেষ্টা করলে তাদের দুজনকে সংগীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ শাহরিয়ার মাহমুদ (৩৫), পিতা-বির আহম্মেদ, মাতা-রওশন আরা বেগম, গ্রাম- ইস্পাহানী (মদনপুর), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২। ওবায়দুল হক (৪০), পিতা-আঃ সাত্তার, মাতা-আছিয়া বেগম, গ্রাম-সেনপাড়া, ইউপি-বারদী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত আসামিদের হেফাজত থেকে ১৯ (উনিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারপূবর্ক উল্লেখিত মোটরসাইকেল সহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।