মনা নিজস্ব প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যেদিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। উক্ত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহন করেন, যাদের মধ্যে অনেকে শহীদ হোন, অনেকে আহত হোন এবং অনেক সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হোন। তাঁদের এই অবদানকে স্মরণ করার লক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ে, হবিগঞ্জ জেলার ১৩ জন পুলিশ মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা জানান পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।