
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ৭ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে “হেলদি সিটিস: আরবান গভর্নেন্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন” শীর্ষক প্রকল্পের আওতায় সাইকেল র্যালি-২০২৫ অনুষ্ঠিত হয়।
বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে এওয়ারনেস র্যালির শুভ
উদ্বোধন ঘোষণা করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
“আমাদের শহর আমরাই গড়বো, সুস্থ সুন্দর ও পরিস্কার থাকবো” প্রতিপাদ্যকে সামনে রেখে এওয়ারনেস র্যালিটি সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে কাস্টমঘাট মোড়, রূপসা চৌরাস্তা মোড়, পিটিআই মোড়, রয়েল মোড়, ময়লাপোতা মোড়, নিরালা মোড় হয়ে আবারও ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, পিকচার প্যালেস মোড় থেকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে আবারও সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, স্বাস্থ্যকর শহর গড়ে তোলার জন্য নগরবাসীর আচার-আচরণ পরিবর্তন আনা প্রয়োজন। নগরবাসী সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে দায়িত্ব পালন করলে খুলনাকে আবর্জনা মুক্ত হেলদি ও পরিচ্ছন্ন সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যবৃন্দ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।