**মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:**
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নন্দরামসহ অন্তত তিনটি স্থানে ভয়াবহ পাহাড় ধসের কারণে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টা থেকে সাজেকগামী বাঘাইহাট-সাজেক সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় ১১ ঘণ্টার চেষ্টার পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভোররাতে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নন্দরাম এলাকায় পাহাড়ের একটি বিশাল অংশ সড়কের ওপর ধসে পড়ে। ফলে একাধিক স্থানে মাটি ও গাছপালায় সড়ক ঢাকা পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাহাড় ধসের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি-র নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার ও পরিষ্কার অভিযানে অংশ নেন। তিনি জানান, “দ্রুত সড়ক সচল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি।”
প্রাথমিকভাবে দিঘীনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় প্রশাসন মিলে কাজ শুরু করলেও একাধিক স্থানে ধস নামায় কাজ ব্যাহত হয়। পরে সেনাবাহিনীর ২০ ইসিবি টিম ঘটনাস্থলে পৌঁছে এস্কেভেটর দিয়ে সড়কের মাটি ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। বাঘাইহাট জোনের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার পর পর্যায়ক্রমে যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়াও সেনাবাহিনীর ট্রাফিক কন্ট্রোল টিম সাজেকগামী পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। স্থানীয় বাসিন্দারা এবং দীর্ঘ সময় অপেক্ষায় থাকা পর্যটকরা সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।